-->

নদী-মাটি-গন্ধে ভরা প্রকৃতি পাঠে অনিল ঘড়াই - ড. চঞ্চলকুমার মণ্ডল

 

নদী-মাটি-গন্ধে ভরা প্রকৃতি পাঠে অনিল ঘড়াই - ড. চঞ্চলকুমার মণ্ডল

 

ড. চঞ্চলকুমার মণ্ডল প্রণীত "অন্ত্যজদের ইতিকথায় অনিল ঘড়াই" গবেষণা গ্রন্থটির অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় নিবেদন “নদী-মাটি-গন্ধে ভরা প্রকৃতি পাঠে অনিল ঘড়াই” শিরোনামাঙ্কিত গ্রন্থটি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।

          আধুনিক কথাসাহিত্যিক অনিল ঘড়াইয়ের কথাবিশ্বে নদী-মাটি-গন্ধ একটা আলাদা মাত্রা দান করেছে। নদী কিংবা নদী উপকূলবর্তী অঞ্চলকে কেন্দ্র করে অন্ত্যজ-অবহেলিত মানুষের যে বাঁচার লড়াই, সেই সংগ্রামপূর্ণ জীবনযাপনে নদী যে পরম আশ্রয় স্থল হয়ে উঠতে পারে তারই সুন্দর চিত্র রয়েছে অনিল সাহিত্যে। অর্থাৎ প্রথম অধ্যায়ে থাকছে অনিল ঘড়াইয়ের কথাসাহিত্যে “নদী পাঠ”

          দ্বিতীয় অধ্যায়ে থাকছে অনিল ঘড়াইয়ের কথাসাহিত্যে “মাটি কথা”। মাটি যে মা হয়, অনিল ঘড়াই তা ভালো ভাবেই বুঝেছিলেন, এবং তাঁর পাঠককুলকেও বুঝিয়েছিলেন তাঁর সাহিত্যের মধ্যদিয়ে। সেই মাটি ও মানুষের সমন্বয়সূত্র যে অনিল সাহিত্যের পরতে পরতে রয়েছে তাকেই তুলে ধরা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে।

          তৃতীয় অধ্যায়ে রয়েছে অনিল ঘড়াইয়ের কথাসাহিত্যে “গন্ধ নিয়ে লড়াই”। এই পর্বে অন্ত্যজ চর্মকার সম্প্রদায়ের ভাগাড়ের চামড়া তুলে এনে খিল কাঠি দিয়ে নুন ছড়িয়ে সেই চামড়া মেলাকে কেন্দ্র করে গন্ধ নিয়ে যে গোষ্ঠী দ্বন্দ্ব এবং চাম কাটার শেষে রক্তমাখা হাতে আঁজলা ভরে দিঘির জলপানে দুর্গন্ধে যাদের ঘৃণা নেই, সেই সমস্ত অন্ত্যজ জীবনের ইতিবৃত্তকেই তুলে ধরা হয়েছে।

          সর্বশেষ অধ্যায়ে রয়েছে “প্রকৃতি পাঠ”। প্রকৃতি ছাড়া সমগ্র জীবকুল অসহায়, প্রকৃতিই যে একমাত্র জীবকুলের আশ্রয়স্থল তা কথাশিল্পী অনিল ঘড়াইয়ের কথামালাতে সুন্দর ভাবে ফুটে উঠেছে। তার-ই বর্ণনা রয়েছে এই অধ্যায়ে।

          অন্ত্যজ জীবনকে জানতে বা বুঝতে গেলে অনিল ঘড়াইয়ের কথাশিল্পের প্রকৃতিপাঠ অবশ্যই নিতে হয়। সব মিলিয়ে গ্রন্থটি একটি নতুন আঙ্গিকে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।